success

 👉সাফল্য একদিনে আসে না। 

 👉সফলতা আপনার কাছে আসবে মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে সফল হওয়া চিন্তা করলে আপনার কখনো সফলতা আসবে না।

👉ভয়,সংকোচ করে  নিজেকে গুটিয়ে রাখা মানে নিজেকে নিজে ঠকানো এতে কারো ক্ষতি নেই, নিজেরি ক্ষতি। 

👉আপনাকেই খুজে নিতে হবে আপনার লক্ষ্য কি, কিসের দ্বারা আমি সফল হতে পারেন।

👉একটা কাজ করতে গেলে, শিখতে গেলে ভুল হোক তাতে কি? এতে আপনারি লাভ কারণ ভুলটা থেকে আপনি অনেক বিষয়ে শিক্ষা পাবেন।এতে বড় কোন ভুল করে ক্ষতির থেকে রক্ষা পাবেন।

👉  ব্যস্ততা থাকে না এমন মানুষ কম আছে কিন্তু শত ব্যস্ততার মাঝে ও যদি  আপনি সময় নিয়ে, ধৈর্য নিয়ে আপনার পছন্দের আরেকটা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন এতে তো আপনারি লাভ। ব্যস্ততা দেখিয়ে বসে থাকলে আপনি কখনো সাফলতার ধারেকাছেও যেতে পারবেন না।

👉 করবো করবো করে যারা বসে থাকে তাদের কিন্তু কখনো কিছুই করা হয়না। যারা করবো টাকে করবোই বলে বাস্তবতা রুপ দেয় তারাই জীবনে সফল হয়।সুতরাং নিজের কাছে নিজেরই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। 

👉 সময় থেমে থাকে না তেমনি সফলতা ও বসে থাকবে না, সময় থাকতে সঠিক কাজটাকে ধরে নিতে হবে।সময়ের সঠিক ব্যবহার যারা করে তারাই আজ সফল।

👉অন্যের কথায় কান না দিয়ে নিজের কথায় নিজেকে শুনতে হবে।উৎসাহ না দিক তাও কিছু যায় আসেনা কারণ প্রতিনিয়ত নিজেকে নিজের উৎসাহিত করতে হবে। 

👉সৃষ্টিকর্তা সবাইকে কিছু না কিছু গুণাবলি দিয়ে পাঠিয়েছে। সেগুলো বিকশিত করার কাজটা নিজেদের করতে হবে।



Comments

Popular posts from this blog

কিওয়ার্ড রিসার্চ কী?

সফলতার কয়েকটি ধাপ