কিওয়ার্ড রিসার্চ কী?

 👉 কিওয়ার্ড রিসার্চ কি? 


আপনি যদি কিওয়ার্ড রিসার্চ কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এ ব্যাপারে না জেনে থাকেন তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ারে প্রচুর সমস্যা রয়েছে। 


কিওয়ার্ড হলো ইন্টারনেট জগতের হৃদপিণ্ড। ব্লগিং,  ইউটিউবিং, এসইও যাই করুন না কেন কিওয়ার্ড রিসার্চ ছাড়া সফল হওয়া যায় না।কিওয়ার্ড রিসার্চ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে ইন্টারনেট জগতের সফল হওয়ার সম্ভাবনা 100%।

এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ টুলস খুবই গুরুত্বপূর্ণ।

কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা আমাদের ব্লগপোস্ট, ভিডিও বা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো কিছু rank করাতে পারবো না।

সাধারণত মানুষ অনলাইনে যা কিছু লিখে সার্চ করে সেগুলো প্রত্যেকটি এক একটি কিওয়ার্ড।


👉কিওয়ার্ড রিসার্চ এ মাধ্যমে একটা নির্দিষ্ট বাক্যকে খুঁজে বের করা, যে বিষয়ে বা কথাটি লিখে মানুষ গুগলে মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকে।

যেমন-আপনার যদি কোন তথ্য প্রয়োজন হয় তখন আপনি কি লিখে গুগলে সার্চ করবেন?অবশ্যই যে তথ্য দরকার সেটা লিখে সার্চ করবেন আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো কিওয়ার্ড।

আপনি যদি আগে থেকেই জানতে পারেন কোন কিওয়ার্ড গুগলে বেশি সার্চ হয় তাহলে সে কিওয়ার্ড দিয়ে কনটেন্ট তৈরি করে খুব সহজে গুগলের rank করতে পারবেন।


👉উদাহরণস্বরূপ আপনি গুগলে রিসার্চ টুলস সম্পর্কে সার্চ করবেন তাহলে কি লিখে করবেন? 

১।কিওয়ার্ড রিসার্চ করার ফ্রী টুলস? 

২।কিওয়ার্ড রিসার্চ করার সেরা টুলস? 

৩।কিওয়ার্ড রিসার্চ করার উপায়? 

৪।কিওয়ার্ড রিসার্চ করার টুলস?


একটু লক্ষ্য করলে দেখবেন প্রতিটি লাইনে এই কী-ওয়ার্ড লেখাটি রয়েছে।আপনি কিভাবে বুঝবেন মানুষ কোনটি নিয়ে বেশি সার্চ করছে কিংবা কোন কিওয়ার্ড কে মেইন কিওয়ার্ড হিসেবে বাছাই করলে রেঙ্ক করা সম্ভব। এই জায়গাতে কিওয়ার্ড রিসার্চ করার গুরুত্বপূর্ণ বিষয়টি চলে আসে।

একটি বিষয় খেয়াল করলে দেখা যায় পাঠক এবং লেখক এর ক্ষেত্রে একটি ব্লক বা আর্টিকেলের শুরু হয় কিওয়ার্ড দিয়ে।একজন লেখক সর্বপ্রথম একটি কীওয়ার্ড নির্বাচন করার মাধ্যমে তার লেখার বিষয়বস্তু নির্ধারণ করে থাকে আবার অন্যদিকে একজন পাঠক সেই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করছে তার কাঙ্খিত ফলাফল টি পাওয়ার জন্য।


👉ব্লগিংয়ের ক্ষেত্রে অধিকাংশ লেখক কিংবা ব্লগাররা সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারে না বিধায় ভালো আর্টিকেল থাকা সত্বেও তাদের পোস্টটি রেংক হয় না।আপনি যে বিষয়টি নিয়ে পোস্ট করছেন সে বিষয়ের সাথে সম্পর্কিত কি ধরনের কিওয়ার্ড লিখে অনলাইনে সার্চ করা হয় সেটি জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করা গুরুত্বপূর্ণ।


👉কাজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সাথে টিকে থাকতে হলে নিজের পোস্টটি রেংক করাতে হলে আপনাকে অবশ্যই সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো ভাবে জানতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে।


Comments

Popular posts from this blog

সফলতার কয়েকটি ধাপ

success