Posts

Showing posts from September, 2021

কিওয়ার্ড রিসার্চ কী?

Image
 👉 কিওয়ার্ড রিসার্চ কি?  আপনি যদি কিওয়ার্ড রিসার্চ কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এ ব্যাপারে না জেনে থাকেন তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ারে প্রচুর সমস্যা রয়েছে।  কিওয়ার্ড হলো ইন্টারনেট জগতের হৃদপিণ্ড। ব্লগিং,  ইউটিউবিং, এসইও যাই করুন না কেন কিওয়ার্ড রিসার্চ ছাড়া সফল হওয়া যায় না।কিওয়ার্ড রিসার্চ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে ইন্টারনেট জগতের সফল হওয়ার সম্ভাবনা 100%। এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ টুলস খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা আমাদের ব্লগপোস্ট, ভিডিও বা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো কিছু rank করাতে পারবো না। সাধারণত মানুষ অনলাইনে যা কিছু লিখে সার্চ করে সেগুলো প্রত্যেকটি এক একটি কিওয়ার্ড। 👉কিওয়ার্ড রিসার্চ এ মাধ্যমে একটা নির্দিষ্ট বাক্যকে খুঁজে বের করা, যে বিষয়ে বা কথাটি লিখে মানুষ গুগলে মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকে। যেমন-আপনার যদি কোন তথ্য প্রয়োজন হয় তখন আপনি কি লিখে গুগলে সার্চ করবেন?অবশ্যই যে তথ্য দরকার সেটা লিখে সার্চ করবেন আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো কিওয়ার্ড। আপনি যদি আগে থেকেই জানতে পারেন কো...

success

Image
 👉সাফল্য একদিনে আসে না।   👉সফলতা আপনার কাছে আসবে মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে সফল হওয়া চিন্তা করলে আপনার কখনো সফলতা আসবে না। 👉ভয়,সংকোচ করে  নিজেকে গুটিয়ে রাখা মানে নিজেকে নিজে ঠকানো এতে কারো ক্ষতি নেই, নিজেরি ক্ষতি।  👉আপনাকেই খুজে নিতে হবে আপনার লক্ষ্য কি, কিসের দ্বারা আমি সফল হতে পারেন। 👉একটা কাজ করতে গেলে, শিখতে গেলে ভুল হোক তাতে কি? এতে আপনারি লাভ কারণ ভুলটা থেকে আপনি অনেক বিষয়ে শিক্ষা পাবেন।এতে বড় কোন ভুল করে ক্ষতির থেকে রক্ষা পাবেন। 👉  ব্যস্ততা থাকে না এমন মানুষ কম আছে কিন্তু শত ব্যস্ততার মাঝে ও যদি  আপনি সময় নিয়ে, ধৈর্য নিয়ে আপনার পছন্দের আরেকটা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন এতে তো আপনারি লাভ। ব্যস্ততা দেখিয়ে বসে থাকলে আপনি কখনো সাফলতার ধারেকাছেও যেতে পারবেন না। 👉 করবো করবো করে যারা বসে থাকে তাদের কিন্তু কখনো কিছুই করা হয়না। যারা করবো টাকে করবোই বলে বাস্তবতা রুপ দেয় তারাই জীবনে সফল হয়।সুতরাং নিজের কাছে নিজেরই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।  👉 সময় থেমে থাকে না তেমনি সফলতা ও বসে থাকবে না, সময় থাকতে সঠিক কাজটাকে ধরে নিতে হবে।সময়ের সঠিক ব্যবহার যারা ক...

সফলতার কয়েকটি ধাপ

Image
 👉প্রতিটি কাজে সফলতা অর্জন করতে হলে সেই কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কিছু  ছোট ছোট কৌশল। আজ আমরা জানবো দক্ষতা অর্জনের ১০টা কৌশল সম্পর্কে।  👉১. কোন কোন বিষয়ে কৌতূহল। ➡️যে বিষয়গুলো আপনাকে কৌতূহলী করে, সেটিই শিখতে চেষ্টা করুন। যা কিছুতে আমাদের ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, সেগুলোই আমরা দ্রুত শিখতে পারি। 👉২. একটা বিষয়কে টার্গেট করা। ➡️প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে। আর এ থেকে তৈরি হতে পারে হতাশা। তাই একটি দক্ষতা নিয়ে কাজ করুন। আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু যদি হয় একাধিক বা আপনি একসঙ্গে অনেকগুলো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তবে তার মধ্যে থেকে যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটি বেছে নিন। বাকিগুলো পরে শেখার জন্য একটি নোটবুকে টুকে রাখুন। 👉৩. কতটুকু আর কি শিখতে চান। ➡️একটি নির্দিষ্ট সময়ে কতটুকু শিখলে আপনি সন্তুষ্ট হবেন? এই প্রশ্নের উত্তরটি আগেভাগে ঠিক করে রাখা ভালো। তাহলে বুঝতে পারবেন, একটি নির্দিষ্ট সময়ে আপনি...