কিওয়ার্ড রিসার্চ কী?
👉 কিওয়ার্ড রিসার্চ কি? আপনি যদি কিওয়ার্ড রিসার্চ কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এ ব্যাপারে না জেনে থাকেন তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ারে প্রচুর সমস্যা রয়েছে। কিওয়ার্ড হলো ইন্টারনেট জগতের হৃদপিণ্ড। ব্লগিং, ইউটিউবিং, এসইও যাই করুন না কেন কিওয়ার্ড রিসার্চ ছাড়া সফল হওয়া যায় না।কিওয়ার্ড রিসার্চ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে ইন্টারনেট জগতের সফল হওয়ার সম্ভাবনা 100%। এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ টুলস খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা আমাদের ব্লগপোস্ট, ভিডিও বা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো কিছু rank করাতে পারবো না। সাধারণত মানুষ অনলাইনে যা কিছু লিখে সার্চ করে সেগুলো প্রত্যেকটি এক একটি কিওয়ার্ড। 👉কিওয়ার্ড রিসার্চ এ মাধ্যমে একটা নির্দিষ্ট বাক্যকে খুঁজে বের করা, যে বিষয়ে বা কথাটি লিখে মানুষ গুগলে মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকে। যেমন-আপনার যদি কোন তথ্য প্রয়োজন হয় তখন আপনি কি লিখে গুগলে সার্চ করবেন?অবশ্যই যে তথ্য দরকার সেটা লিখে সার্চ করবেন আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো কিওয়ার্ড। আপনি যদি আগে থেকেই জানতে পারেন কো...